Our relationships last as long as our love for such a person | আমাদের সম্পর্ক গুলো এরকম কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে।

Nazrul Love Express
By -
17

He laughed and said that he will love you like this all his life, will it happen again?....
I was even more surprised and asked, why not? .....

Our relationships last as long as our love for such a person | আমাদের সম্পর্ক গুলো এরকম কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে।

H(caps)e stopped laughing and replied, "Is it possible to love someone in the same way all your life?" Never go? .....
 Why? .....

 He told me very easily that love is a feeling for people .. People can't get happiness from the same thing all their lives ....

 What kind? I'm still not surprised ....

 Look, suppose you love the mountains, the mountains are far away from where you live, your desire to see the mountains pulls you back again and again. ...

Our relationship is such that love for a person lasts as long as there is something left to get from him.
 Once the receipt book is full, the surprise disappears, the mind becomes accustomed, so in the same way, no one can love anything for the rest of his life .....

 Irrefutable argument but my mind started to pick up. I asked him, well, if love is over, then why do people stay with each other for life? Why get married? ......

 Removed the hair from the eyes and surprised me again, who said love is over? If you love, it doesn't die, but Rose doesn't get it, sometimes she gets it .....

(ads)
 
Seeing the folds on my forehead and realizing that I didn't understand his monochrome, he came forward on his own to clear my mind. If you don't understand who you love, your eyes are rotten when you see the mountain every day.

 But all of a sudden, when you wake up one morning and come to your balcony and calmly become fascinated by the sight of your acquaintance, just like every day after having intercourse with the man you love, the surprise disappears from your mind.
 What else do you think you might get ...

 At such a time when one day you suddenly wake up and you see the face of the man lying next to you and feel absolute peace, you fall in love with him anew ......

 My mind was pounding, is there no way to love all my life? ....

 He said after a while, there is a way, but it is necessary to calm the mind to rediscover the terribly difficult thing every day. You wake up every day and try to find something new from the world around you, the same work you do every day where you go to work, you try to feel happy day after day, if you can, you can love someone for life.....

 I was surprised, is it again? How do I live without diversity? ...

 He laughed, then tell me, will you be different when you see the face of the same person every day? The length of his eyes did not diminish or the tone of his voice did not change.

 So why do I feel like I can spend the rest of my life with you? I put the question.


 H(caps)e says you haven't found me yet because you have to know me! You want to know me with your mind and body, is love just the body? This question has been with me for a long time.

 He said, love is not without the body, love is not with the body, love is incomplete without the feeling of reunion, again, even if you just look for reunion, it becomes annoying at one time ...
  Because this tight body of mine that you are pretending to want to get close to will never be the same for the rest of your life...

 The skin will be tense, the cheeks will sag, the playfulness of the body will be reduced, only the pair of eyes and the smile will remain immortal. Can you just love those two for the rest of your life? If you understand who calms the mind.

(ads)
 
Don't confuse hormone secretion with love, think about everything, even if you overcome so many obstacles, you think you will never be bothered with me. Your eyes and mind are ready to rediscover this same man every day, then come .....

 I stood speechless, to be honest, I have never realized love so deeply, I have fallen into a fascination with a strange attraction, so far I have thought that it is love. But that day I realized how hard love really is to love the same person forever.

 Try to understand who love is calm and see if you can! Realize first or then pretend ......

Our relationships last as long as our love for such a person | আমাদের সম্পর্ক গুলো এরকম কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে।


সা(caps)রাজীবন তোমাকে এমন ভাবেই ভালোবাসবো কথাটা বলাতে সে খিলখিলিয়ে হেসে বলেছিল, তা আবার হয় নাকি?.....
আমি তাতে আরও অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, হয়না কেন?.....

সে হাসি থামিয়ে জবাব দিয়েছিল সারাজীবন কি একই ভাবে কাউকে ভালোবাসা যায়? যায় না কখনোই না?.....
কেন? .....

সে খুব সহজ করে আমায় বলেছিল মানুষের কাছে ভালোবাসা টা একটা পাওয়ার অনুভূতি.. মানুষ কোনো একটা জিনিস থেকে সারাজীবন একইভাবে সুখ পেতে পারেনা।....

কি রকম? আমার বিস্ময় কাটেনি তখনো....

দেখো, ধরো তুমি পাহাড় ভালোবাসো তুমি যেখানে থাকো সেখান থেকে পাহাড় অনেক দূরে, তোমার পাহাড় দেখার ইচ্ছে তোমাকে বারবার টেনে নিয়ে যায়।কিন্তু তুমি যদি দীর্ঘদিন পাহাড়েই থাকো তাহলে তোমার চোখে দৃশ্য গুলো সয়ে যাবে, প্রতিদিন ঘুম থেকে উঠে তখন পাহাড় দেখেও তুমি আর বিস্মিত হবেনা।...

(ads)

আমাদের সম্পর্ক গুলো সেরকমই কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে, যতদিন তার কাছ থেকে কিছু পাওয়া বাকি থাকে।
একবার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেলেই বিস্ময় কেটে যায়, মন অভ্যস্ত হয়ে যায় তাই একই ভাবে কোনো কিছু কেই সারাজীবন ভালোবাসা যায়না।....

অকাট্য যুক্তি কিন্তু আমার মন খুঁতখুঁতে করতে লাগলো আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা ভালোবাসা যদি শেষ ই হয়ে যায় তাহলে মানুষ একে অপরের সাথে আজীবন থাকে কেন? বিয়েই বা করে কেন?......

চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে ও আবার আমায় অবাক করল, কে বলেছে ভালোবাসা শেষ হয়ে যায়? ভালোবাসা হলে সেটা মরে না, তবে রোজ তা প্রকাশ পায়না মাঝে মাঝে পায়.....
Our relationships last as long as our love for such a person | আমাদের সম্পর্ক গুলো এরকম কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে।


আ(caps)মার কপালে ভাঁজ দেখে ও বুঝল আমি তার একবর্ণ ও বুঝিনি তাই নিজেই এগিয়ে এলো আমার মনের জটলা ছাড়াতে, বুঝলে না ধরো পাহাড় কে তুমি ভালোবাসো রোজ পাহাড় দেখতে দেখতে তোমার চোখ পচে গেছে।

কিন্তু হঠাৎ একটা সকালে উঠে তুমি তোমার বেলকেনিতে এসে শান্ত মনে তোমার চেনা দৃশ্য দেখেই নতুন করে মুগ্ধ হলে, ঠিক তেমন ই ধরো তুমি যে মানুষটিকে ভালোবাসো তার সাথে রোজ সহবাসের পর এক সময় তোমার মন থেকে বিস্ময় টা মুছে গেল।
তুমি ভাবলে তোমার আর কি পাওয়ার থাকতে পারে...

এরকম সময় একদিন হঠাৎ ঘুম থেকে উঠে তুমি তোমার পাশে শুয়ে থাকা মানুষ টার মুখ দেখে পরম শান্তি অনুভব করলে, তুমি তার প্রেমে নতুন করে পরলে......

আমার মন টা খচখচানি করতেই লাগলো কোনো উপায় কি নেই সারাজীবন ভালোবাসার?....

(ads)

সে একটু সময় নিয়ে বলল, উপায় একটা আছে তবে তা ভয়ংকর কঠিন চেনা জিনিস রোজ নতুন করে আবিষ্কার করার জন্য মন কে শান্ত করা প্রয়োজন। তুমি রোজ ঘুম থেকে উঠে তোমার চারপাশের দৃশ্য থেকে নতুন কিছু খোঁজার চেষ্টা করো,রোজ তুমি যেখানে কাজ করতে যাও সেই একই কাজ তুমি দিনের পর দিন উৎফুল্ল মনে করার চেষ্টা করো,যদি পারো তাহলে তুমি একজনকে সারাজীবন ভালোবাসতে পারবে।...

আমি অবাক হয়ে গেলাম, তা আবার হয় নাকি? বৈচিত্র্য ছাড়া বাঁচবো কি করে?...

ও হেসে ফেলল, তাহলে বলো রোজ একই মানুষের মুখ দেখে তুমি কি বৈচিত্র্য পাবে? তার চোখের দৈর্ঘ্য কমলো না গলার স্বর পাল্টালো না, তার গালের ঠিক যেখান টাই আগের দিন তিল দেখেছিলে পরেরদিন উঠে ঠিক সেই জায়গাতেই তিল টা খুঁজে পেলে...আশ্চর্য হবে?..

Our relationships last as long as our love for such a person | আমাদের সম্পর্ক গুলো এরকম কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে,

তাহলে তোমাকে দেখে আমার যে একরকম অনুভূতি হয়.. মনে হয় আমি তোমার সাথে সারাজীবন কাটাতে পারবো সেটা কেন? আমি প্রশ্ন রাখলাম।

সে তুমি আমাকে এখনও পাওনি বলে তোমার আমাকে জানা বাকি আছে বলে! তুমি মন দিয়েও আমায় জানতে চাও শরীর দিয়েও, ভালোবাসা কি শুধুই শরীরের? এই প্রশ্ন আমার বহুদিনের।

ও বলল, ভালোবাসা শরীর ছাড়া হয় না ভালোবাসা শরীর দিয়েও হয় না মিলনের অনুভূতি ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ, আবার শুধু মিলনের খোঁজ করলেও তা একসময় বিরক্তিকর হয়ে ওঠে...
 কারণ আমার এই যে টানটান শরীর তুমি দেখছো কাছে পাবার ইচ্ছে জাহির করছো সারাজীবন তা একরকম থাকবেনা।

চামড়ায় টান পড়বে গাল গুলো ঝুলে যাবে শরীরের প্লেবতা কমে যাবে কেবল চোখ জোড়া আর হাসিটুকুই যা অমলিন থাকবে। স্রেফ ওই দুটোকে ভালোবেসে সারাজীবন থাকতে পারবে? মন কে শান্ত করো বুঝলে।

হরমোনের ক্ষরণ কেই ভালোবাসার সাথে গুলিয়ে ফেলো না, সবকিছু ভেবে দেখো যদি এত বাধা পেরিয়েও তোমার মনে হয় তুমি কোনদিনও আমাকে নিয়ে বিরক্ত হবেনা। রোজ এই একই মানুষটাকেই নতুন করে আবিষ্কার করার জন্য তোমার চোখ এবং মন প্রস্তুত, তখন এসো।....

(ads)

আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলাম সত্যি বলতে ভালোবাসাকে এত গভীরে গিয়ে কোনোদিনও উপলব্ধি করিনি, এক অদ্ভুত আকর্ষণে একটা মোহ তে ছুটে গেছি এ যাবত কাল আর সেটাকেই ভালোবাসা বলে ভেবে নিয়েছি। কিন্তু সেদিন বুঝলাম ভালোবাসা সত্যিই কত কঠিন কত কঠিন একই মানুষকে আজীবন ভালোবাসা।

মন শান্ত করে ভালোবাসা কে বোঝার চেষ্টা করো দেখো পারো কিনা! আগে উপলব্ধি করো তারপর না হয় জাহির করো......

Our relationships last as long as our love for such a person | আমাদের সম্পর্ক গুলো এরকম কোনো মানুষের প্রতি ভালোবাসা ততদিন বজায় থাকে।

May You Like.. 
How to buy a domain from Dianahost.
How to earn from Terabox Watch the video and know more details Terabox


Post a Comment

17Comments

  1. অনেক উপকার হইল আপনার পোস্টটি দেখে

    ReplyDelete
  2. এরকম নিয়মিত পোস্ট চাই।

    ReplyDelete
  3. এরকম নিয়মিত পোস্ট চাই

    ReplyDelete
  4. এরকম পোস্ট চাই

    ReplyDelete
  5. অনেক সুন্দর কাহিনী।

    ReplyDelete
  6. অনেক সুন্দর কাহিনী।

    ReplyDelete
  7. এরকম নিয়মিত পোস্ট চাই।

    ReplyDelete
  8. অসাধারণ লিখলেন।

    ReplyDelete
  9. নিয়মিত পোস্ট চাই

    ReplyDelete
  10. খুব ভালো হয়েছে 🥰

    ReplyDelete
  11. ভালো লাগছে🥰

    ReplyDelete
  12. খুব ভালো লাগলো

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept All) #days=(330)

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, You consent to the use of ALL the cookies.
Ok, Go it!