One day you will feel that you have everything in your life, except for one person | একদিন অনুভব করবে তোমার জীবনে সব আছে, কেবল একটা মানুষ নাই।
(toc) Table of content
One day you will feel that you have everything in your life, except for one person.
T(caps)here is endless time on hand, there is definitely one life. There are good jobs, good cooks to prepare and feed great food. Expensive phones have playlists full of favorite songs, expensive cars on the road that run at the green light of the traffic. Everything is there...
(ads)
However, there is no person in life who will feel very careless. People you didn't have much time for. The man who stopped the clock waiting to see you once.
Y(caps)ou will lose your appetite for delicious food only because of the salty food of the man who has learned to cook for you. The beauty of the songs in the playlist will be lost in the desire to hear unnecessary stories in someone's mouth. Poems will be filled in the book waiting to get life. Sadness will float in the sky, even the clouds will cross with you. He will take his rain-soaked taste with him. You will never get wet in the rain
(ads)
You will have everything, not just one person. One cannot find comfort in a comfortable car, but the seriousness of wanting to go around in a rickshaw reminds one.
One day you will have everything, not just the man
The touchable person will go out of reach if you raise your hand.
Not even time can give him his much desired time. A point of time lost in the hope of gain in the fair of colors, does he fit with you?
একদিন অনুভব করবে তোমার জীবনে সব আছে, কেবল একটা মানুষ নাই।
হা(caps)তে অফুরন্ত সময় আছে, নিশ্চিত একটি জীবন আছে। ভালো চাকরি, দারুণ খাবার তৈরি করে খাওয়ানোর মতো দক্ষ বাবুর্চি আছে। দামি ফোনে লিস্ট ভর্তি পছন্দের গান আছে, রাস্তায় ট্রাফিকের সবুজ বাতি জ্বলতেই সাই করে ছুটে চলার মতো দামি গাড়ি আছে। সবই আছে...
(ads)
তবুও ভীষণ অবেলায় অনুভব করবে জীবনে একটা মানুষ নেই। যে মানুষের জন্য তোমার খুব একটা সময় ছিলো না। যে মানুষ'টা ঘড়ির কাটা থামিয়ে রাখতো তোমায় একটিবার দেখার অপেক্ষায়।
সু(caps)স্বাদু খাবারে অরুচি ধরে যাবে কেবল তোমার জন্য হাত পুড়িয়ে রান্না শেখা মানুষ'টার নুনেপোড়া খাবারের লোভে। প্লে লিস্টের গানগুলোর সৌন্দর্য ভেস্তে যাবে কেউ একজনের মুখে অপ্রয়োজনীয় গল্প শুনার আকাঙ্ক্ষায়। কবিতা'রা ভর্তি হবে খাতায় প্রাণ পাবার অপেক্ষায়। আকাশে ভেসে বেড়াবে বিষাদ, মেঘেরাও আড়ি কাটবে তোমার সাথে। তার বৃষ্টিতে ভেজার স্বাদ সে সাথে করে নিয়ে পালাবে। বৃষ্টি'তে তাই কখনো ভেজা হবে না তোমার
তোমার সবই থাকবে,কেবল একটি মানুষ থাকবে না। আরামদায়ক গাড়িতে আরাম পাবে না তার রিকশায় ঘুরতে চাওয়ার বায়না মনে পরায়।
(ads)
একদিন তোমার সবই হবে, কেবল মানুষ'টা তোমার হবে না
হাত বাড়ালেই ছুঁতে পারা মানুষ'টি চলে যাবে নাগালের বাইরে।
সময় থেকেও দিতে পারবে না তাকে তার বহুল আকাঙ্ক্ষিত সময়। এক বিন্দু সময় লাভের আশায় হারিয়েছে যে রঙের মেলায়, তাকে কি আর তোমার সাথে মানায়?....
May You Like..
How to earn from Terabox Watch the video and know more details Terabox
খুব ভালো লাগলো।
ReplyDeleteখুব ভালো লাগলো।
ReplyDeleteSo nice
ReplyDeleteএরকম নিয়মিত পোস্ট চাই।
ReplyDeletevery very nice
ReplyDeleteএই রকম পোস্ট চাই🥰
ReplyDelete