(toc) Table of content
• তোমারে বোঝাইতে পারবো না আমি মাঝে মাঝে কতটা অসহায় লাগে নিজেরে..
তো(caps)মারে বোঝাইতে পারবো না আমি মাঝে মাঝে কতটা অসহায় লাগে নিজেরে। বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করে তোমার জন্যে! কিন্তু তুমি তো নাই; কারে দেখাবো এই হাহাকার।
ইচ্ছা করে একছুটে তোমার কাছে যাইয়া শক্ত কইরা জাপ্টে ধরে রাখি তোমারে। ইচ্ছে করে তোমারে বড়ো মিনতি কইরা কই, “ছাইড়া যাইও না আমারে, আমারে বোঝার মানুষ নাই এই দুনিয়ায়! তুমি একটু খানি বুইঝো? তাতেই আমার চলবে! তবু একটু বুইঝো আমারে, ছাইড়া যাইওনা! ”
(ads)
কিন্তু তুমি তো নাই! চারিদিকে তৃষ্ণার্থ চক্ষু দুইটা তোমারে চাতকের মতো খোঁজে। কিন্তু তোমারে দেখতে পায় না। হাত দুইটা তোমারে একটু খানি ছোঁয়ার জন্যে অস্থির হইয়া থাকে। কিন্তু তোমারে ছুঁইতে পারে না। তুমি তো নাই।
আমার আশপাশটা তোমার শূন্যতায় বিরান হইয়া গেছে। তোমারে পাইলে যেন তারা প্রাণ ফিরাইয়া পাইতো। কিন্তু তুমি তো নাই। কোথাও নাই!
• I can't tell you how helpless I feel sometimes.
I(caps) can't tell you how helpless I feel sometimes. How the inside of the chest moans for you! But you are not; Who will show this moaning.
I want to go to you and hold you tightly. I want to make a big plea to you, "Don't leave me, I don't have anyone in this world who understands me!" Do you understand a little bit? That's what I will do! But understand me a little, don't go away! "
(ads)
But you are not! Two thirsty eyes all around look for you like chatak. But can't see you. Both hands are restless to touch you a little. But can't touch you. you are not
My surroundings are torn apart by your emptiness. If they found you, they would get their lives back. But you are not. Nowhere!
অসাধারণ
ReplyDeleteআরো পোস্ট করেন
ReplyDeleteঅসাধারণ লিখলেন।
ReplyDeleteখুব ভালো লাগলো।
ReplyDeleteওয়ান্ডারফুল
ReplyDelete