How to buy a domain from Dianahost. Dianahost থেকে কিভাবে একটি ডোমেইন কিনতে পারবেন।

Nazrul Love Express
By -
12
"Nazrul Love Express," short for technology, earning trick, terabox trick, earnings,  stories, writing, contentcreator, creatorcontent, socialmediatips, socialmediamarketing, entrepreneur, design, fashion, instagood, success, photooftheday, contentmarketing, entrepreneurship, photography, lifestyle, startup, advertising, inspiration, influencer, blogging, blog, blogger, marketingtips, seo, facebook, beauty, onlinemarketing, blackcontentcreator, contentvideocreator, socialmediainfluencer, viral,


(toc) Table Content

সবচেয়ে সহজে ডোমেইন কেনা যায় ডায়নাহোস্ট এ

ডোমেইন এখন এক একটি উদ্দ্যোগ এর নাম, এক এক জন উদ্দ্যোক্তার পরিচয়, এক একটি ব্রান্ডের নাম, একটি স্বপ্ন ও লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রথম হাতেখড়ি আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য পাশে আছে ডায়নাহোস্ট।

আইটি ইন্ডাস্ট্রি কে ভালোবাসি বলেই, আমার কাজ ডোমেইন হোস্টিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ওয়েব সার্ভিসেস নিয়ে।

আমার তীব্র ইচ্ছা এদেশের আইটি শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার। কারণ, জাতিগত ভাবে আমরা অতীতে হয়তো অনেক কিছুই পায়নি, যা আমাদের ন্যায্য পাওনা ছিলো। এবার সময় নিজেদের সক্ষমতা প্রমাণ করে, বিশ্বদরবারে নিজেদের আধিপত্য বিস্তার করার।

আমরা তো স্বাধীন?
আমাদের দেশের ছেলেমেয়েরা তো ক্রিয়েটিভ?
তাহলে, এগিয়ে যেতে আর বাঁধা কোথায়?

একটা খুশির খবর দেই। দক্ষিণ এশিয়ার 'আইটি হাব' হয়ে যেতে, বাংলাদেশের আর খুব দেরি হবে না হয়তো। তাছাড়া, ২৫ সাল নাগাদ আমরা যে স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা করছি, তাও বাস্তবায়িত হচ্ছে দ্রুত।

আইটিতে সবসময় আপডেটেড থাকতে হয়, এমনকি বেশিরভাগ সময়ই প্রডাক্টগুলো ডিজাইন-ই করা হয় ভবিষ্যতের জন্য। আমরাও আর সেকেলে নেই, আমরা এখন ডিজিটাল পৃথিবীর সাথে পাল্লা দিতে প্রস্তুত। এদেশের মানুষ এখন ডিজিটালাইজেশন-এ অভ্যস্ত। তাই, সফটওয়্যার শিল্পেও দরকার আরেকটু আধুনিকতা আর মডার্ন টেস্ট।

আমি বিশ্বাসী ,বিজয় আসবেই,
বাংলাদেশের আইটি জয় আনবেই।

(ads)


Dainahost Domain Website লিংকঃ Dainahost

উপরে দেওয়া Dainahost ওয়েব সাইটের লিংকে ক্লিক করে আসার পর নিচের ছবির মতো দেখবেন, ছবিতে  ✅ দেওয়া আছে Three dot  সেখানে ক্লিক করলে পরবর্তি অপশন এ নিয়ে যাবে




Domain

এখান থেকে Domain লিখায় ক্লিক করবেন.
তারপর নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন।

Register domain now

তারপরে নিচের অপশন গুলো থেকে Register domain now এ ক্লিক করবেন, ক্লিক করার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে।




(ads)

এখানে আসার পর দেখবেন USD নামে একটি লিখা  ✅  দেওয়া সেখানে ক্লিক করবেন। তারপর আপনি সেখান থেকে US ডলারে পরিশোধ করবেন নাকি বাংলাদেশি টাকায় পরিশোধ করবেন তা আপনি নির্বাচন করবেন।



এখান থেকে যে কোন একটি নির্বাচন করুন, আপনার সুবিধা মতো USD বা BDT
যেভাবে আপনি পরিশোধ করতে চান আপনি Purchase করবেন সে টাকা গুলো।



Domain Name select

এখানে আসার পর দেখবেন লম্বা একটা দাগে দেওয়া রয়েছে, এখানে আপনার পছন্দের Domain name দিতে পারেন, হতে পারে আপনার নাম বা আপনি একটি ওয়েব সাইট খুলবেন সে ওয়েব সাইটের নাম দিতে পারেন, এক কথায় আপনি সুন্দর একটি নাম নির্বাচন করে খালি ঘরে বসিয়ে  ✅ দেওয়া Search অপশন ক্লিক করবেন।





তারপর দেখবেন নিচে আপনার পছন্দের Domain টি দেখা যাবে এবং বছরের কতো টাকা আসবে তাও দেখতে পাবেন, তারপর  ✅  দেওয়া Add to Cart এ ক্লিক করবেন।





মোটামুটি আপনি অনেকটা পথ এগিয়ে আসলেন আপনার পছন্দের Domain Purchase করার জন্য, তারপর পর নিচে দেখবেন  ✅  দেওয়া একটি বক্স রয়েছে সেখান থেকে Checkout এ ক্লিক করবেন।




এখন থেকে আপনি DNS Management, ID Protection ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবেন।

DNS Managemen


বাহ্যিক DNS হোস্টিং আপনার ওয়েবসাইটের গতি বাড়াতে এবং বর্ধিত অপ্রয়োজনীয়তার সাথে প্রাপ্যতা উন্নত করতে সাহায্য করতে পারে। 
এটি একবছরের জন্য ফ্রী দিয়ে থাকে।

(ads)

ID Protection 


আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করুন এবং আইডি সুরক্ষা সক্ষম করে আপনার ইনবক্সে স্প্যামের পরিমাণ হ্রাস করুন৷
এটি অটোমেটিক দেওয়া থাকে আপনার ইচ্ছা হলে নিতে পারেন তবে নিলে আপনার আইডি সুরক্ষিত থাকে, বছরে 199 দিতে হবে।

Nameservers

তারপর Nameservers এখানে কিছু ধরার দরকার নেই, যেভাবে রয়েছে সেভাবেই রেখেই Continue  ক্লিক করবেন।।।


Domain for how many years

এখানে এসে কত বছরে জন্য নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন, এখানে প্রথম অবস্থায় এক বছর উল্লেখ থাকবে সেখানে টাচ করে, আপনি আপনার টার্গেট অনুযায়ী সিলেক্ট করবেন, হতে পারে এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর, দশ বছর, তারপর নিচে প্রোমো কোড এর খালি ঘরে থাকবে, যদি আপনার কাছে প্রমো কোড থাকে তাহলে প্রমো কোড ইউজ করবেন, Dainahost এর অফার থাকলে ডিসকাউন্ট পেতে পারেন, Dainahost অনেক সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তারপর Checkout ক্লিক করবেন।।।



Already account

Dainahost এর পুরনো একাউন্ট হোল্ডার হয়ে থাকেন, মানে হলো আপনি Dainahost এর পুরনো কাস্টমার অলরেডি একাউন্ট করা আছে তাহলে already Registered ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন।


New account open

Personal Information, Billing Address, Additional Information

আর যদি নতুন কাস্টমার হয়ে থাকেন সঠিক তথ্য দিয়ে সকল খালিঘর পূরণ করবেন, এখানে আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ড এর নাম্বার বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার বর্তমান ঠিকানা সহ সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন।
এখানে বলে রাখা ভালো ডকুমেন্ট অনুযায়ী সঠিক নাম ও ঠিকানা দিবেন। কেননা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। ভুল তথ্য দিলে একাউন্ট ভেরিফাই হবে না। 


Account security


তারপর আসা যাক একাউন্ট এর পাসওয়ার্ডের ব্যাপারে এখানে এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনার ডোমেইনের C-panel লগইন করবেন, এখানে হাই সিকিউরিটি একটি পাসওয়ার্ড দেবেন যেটা খুবই স্ট্রং হয়।

Payment Details

এবার আসা যাক পেমেন্টের এর বিষয়ে, বিকাশ একাউন্ট নগদ সহ বিভিন্ন ব্যাংক কার্ড সহ সবকিছু তারা একসেপ্ট করে এখান থেকে আপনি নির্বাচন করে নিবেন কোন ক্যাটাগরিতে আপনি টাকা পেমেন্ট করবেন।

(ads)

উপরে সকল তথ্য ভালো করে দেখে শুনে Complete Order ক্লিক করবেন।
তারপর পরবর্তী ধাপে গিয়ে আপনার USD বা বাংলাদেশী টাকায় পেমেন্ট কমপ্লিট করবেন।


সবকিছু মিলিয়ে আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমাইন নেয়া হয়ে গেল। 




Login c-panel

তারপর Dainahost  এর হোম পেইজে চলে আসবেন। 
আপনার C-panel বা একাউন্টে লগইন করার জন্য অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইমেইল ব্যবহার করেছেন সে ইমেইল এবং Account security তে যে স্টং পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে লগইন করবেন। ইমেইলের খালি ঘরে ইমেইল বসাবেন, পাসওয়ার্ড এর খালি ঘরে পাসওয়ার্ড বসিয়ে লগইনে ক্লিক করবেন।




লগইন করার পর এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে Domain এ ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে।



My Domain

এখানে আসার পর আপনার কাঙ্খিত Domain টি দেখতে পাবেন এবং কত বছরের জন্য নিয়েছেন তা পাশে দেখতে পাবেন। 
সর্বশেষে এ কথা বলতে পারি যে আপনার একটা Domain হয়ে গেলো যা দিয়ে আপনি Blogger ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।





এ পর্যন্ত একটি ডমেইন নেওয়ার সকল তথ্য এখানে বলা হয়েছে, পরবর্তী ধাপে কিভাবে ওয়েবসাইটে একজাস্ট করবেন, ওয়েব হোস্টিং নিবেন, কমেন্ট করে বা আমাকে ইমেইল করে জানাবেন পরবর্তী পোস্টে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে, 

(ads)

 সর্বশেষ এ কথা বলতে চাই যে Dainahost থেকে আমি নিজে Domain নিয়েছি, 24/7 সার্ভিস দিয়ে থাকেন, যথেষ্ট হেল্পফুল আমি যখনই কোন সমস্যায় পড়েছি Dainahost সাপোর্ট সেন্টারে বলার সাথে সাথে আমার সমস্যার সমাধান করে দিয়েছে অনেক ভালো সার্ভিস দিয়ে থাকেন। এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলেছি ভালো সার্ভিস পেয়েছি সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ এ পর্যন্তই রইলো। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।











Post a Comment

12Comments

Post a Comment

#buttons=(Accept All) #days=(330)

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, You consent to the use of ALL the cookies.
Ok, Go it!