To make loved ones happy | প্রিয় মানুষকে খুশি করতে.

Nazrul Love Express
By -
0



(toc)(Table of content
_______________

প্রিয় মানুষকে খুশি করতে.


প্রিয় মানুষকে খুশি করতে খুব একটা কষ্ট করতে হয় না... শুধু একটু সৎ ভালোবাসা থাকলেই আকাশ সমান খুশি করা যায়... অনেক সময় এক সমুদ্র ভালোবাসা দিয়েও প্রিয় মানুষের মুখে এক চিলতি হাসি ফোঁটানো কষ্টকর হয়ে ওঠে... 

আবার মাঝে মাঝে এক বিন্দু ভালোবাসা দিয়েও মুখে আকাশ সমান হাসি উপভোগ করা যায়...
প্রিয় মানুষটা যখন কথা বলবে না, রাগ করে বসে থাকবে... তখন বারবার তার সাথে কথা বলতে যেও না... 

এতে হয়তো তার রাগ আরো বেড়ে যাবে... তারচেয়ে বরং ছোট্ট একটা উপহার কিনে নিয়ে যাও... তুমি যখন তার সামনে উপহারটা ধরবে, আমি কথা দিচ্ছি যদি সে তোমাকে বিন্দু পরিমাণে ভালোবেসে থাকে তাহলে সে আর রাগ করে থাকতে পারবে না... রাগ ভাঙ্গানের জন্য উপহারের কোন বিকল্প নেই...

প্রতিদিন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে যেও না... এতে অনেক সময় মানুষটার বিরক্তি চলে আসতে পারে... তারচেয়ে ছোট্ট একটা কাজ করতে পারো... মধ্যরাতে প্রিয় মানুষটার জন্য একটা চিরকুট অথবা কাগজে ছোট্ট করে "বড্ড ভালোবাসি" লিখে মানুষটার হাতে গুঁজে দাও... দেখবে হাজার বার ভালোবাসি বলার চেয়ে তোমার কাগজে লেখা একবার ভালোবাসি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে...


প্রায়ই হয়তো বাহিরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেতে যাও... অনেক দামি দামি খাবার খাও, কিন্তু এতে কি প্রকৃত ভালোবাসাটা দেখা যায়..? কতটা খুশি করতে পারো এভাবে..? তারচেয়ে বরং নিজ হাতে রান্না করে প্রিয় মানুষকে একটু খাইয়ে দিয়ে আসো... দেখবে পৃথিবীর সকল খাবারের স্বাদ তোমার কাছে হার মানবে...
লাখ লাখ টাকার গহনা কিনে তো অনেক দিয়েছো... এতে কতটা ভালোবাসি অনুভব করতে পারো..? এর চেয়ে ছোট্ট একটা রিং কিনে প্রিয় মানুষের আঙুলে পড়িয়ে দাও... এই অনুভূতি লাখ লাখ টাকার গহনার চেয়েও অনেক বেশি আনন্দের... বক্স বক্স গহনার দেয়ার চেয়ে নিজ হাতে একটা আংটি পড়িয়ে দেয়াটা মেয়েরা অনেকদিন মনে রাখে...

প্রতিদিন ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে প্রিয় মানুষকে কতটা খুশি করতে পারো..? এতে মাঝে মাঝে একঘেয়ামি চলে আসে... তারচেয়ে বরং প্রিয় মানুষকে একটু সময় দাও... দশ মিনিট হাতে হাত রেখে একসাথে কয়েক কদম পা বাড়িয়েই দেখো না... তোমার ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার চেয়ে এই দশ মিনিট তাকে অনেক বেশি খুশি করবে... পৃথিবীতে সময় হলো সবচেয়ে বড় দামি উপহার...

জেনে রাখো, টাকা পয়সা দিয়ে প্রেম করা যায়... কিন্তু ভালোবাসতে টাকা পয়সা লাগে না... কাউকে ভালোবাসতে, খুশি করতে খুব বেশি কিছু দরকার নেই... শুধু একটা উদার মনের মন দরকার... মনের মতো একটা মন... এইটুকুই .....।

To make loved ones happy..


It doesn't take much effort to make a loved one happy... Just a little honest love can make the sky as happy... Sometimes even with an ocean of love, it becomes difficult to put a smile on the face of a loved one... and sometimes a dot. Even with love, you can enjoy a smile equal to the sky...

 When your loved one doesn't talk, sits angry... then don't go to talk to him again and again... it might increase his anger... rather buy him a small gift... when you are in front of him The gift will catch on, I promise if he loves you to the point he won't be angry anymore... There is no substitute for a gift to break the anger...

 Don't say I love you every day... It can irritate the person sometimes... You can do something smaller than that... Write a note to your loved one at midnight or write "I love you" on a small piece of paper and put it on the person's hand. Give... You will see that I am much happier to see your love written once on paper than to say I love you a thousand times...


Often go out to eat in different big restaurants... eat a lot of expensive food, but does it show true love..? How happy can you be like this..? Rather cook it with your own hands and feed it to your loved ones... You will see that the taste of all the food in the world will yield to you...

 You have paid a lot for buying jewelry of lakhs of rupees... how much love can you feel in it..? Buy a smaller ring and put it on your loved one's finger... This feeling is much more happy than the jewelry worth millions of rupees.

 How much can you make your loved ones happy by talking on the phone for hours every day..? Sometimes it gets boring... Rather give your loved one some time... Hold hands for ten minutes and don't walk a few steps at a time... Ten minutes will make him happier than talking on your phone for hours. ... Time is the most precious gift in the world...

 Know that love can be done with money... But love doesn't need money... You don't need much to love and make someone happy... You just need a generous heart... A heart like a heart... That's all...





Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept All) #days=(330)

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, You consent to the use of ALL the cookies.
Ok, Go it!