প্রিয় মানুষকে খুশি করতে খুব একটা কষ্ট করতে হয় না... শুধু একটু সৎ ভালোবাসা থাকলেই আকাশ সমান খুশি করা যায়... অনেক সময় এক সমুদ্র ভালোবাসা দিয়েও প্রিয় মানুষের মুখে এক চিলতি হাসি ফোঁটানো কষ্টকর হয়ে ওঠে... আবার মাঝে মাঝে এক বিন্দু ভালোবাসা দিয়েও মুখে আকাশ সমান হাসি উপভোগ করা যায়...
(toc)(Table of content)
নিজের ভালো থাকাটা কখনো অন্যের উপর ছেড়ে দিতে নেই।
সময়ের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের রুচিবোধ বদলায়, বদলায় মানুষের মন। আজ সে তোমার ভালো মন্দের খোঁজ রাখছে বলে এই না যে কালও ঠিক একইভাবে খোঁজ রাখবে।
যার উপর তোমার ভালো থাকা নির্ভর করছে তার অবর্তমানে তুমি জীবনের ছন্দ হারিয়ে ফেলবে। হঠাৎ মানুষটি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে তুমি নিখোঁজ হয়ে যাবে। সে ছাড়া তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে।
অন্যকিছুর চেয়ে নিজের ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। যাতে কেউ জীবন থেকে চলে গেলে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। দিনশেষে নিজের বলতে তুমি ছাড়া আর কেউই থাকবে না! আজ যে তোমার জীবনজুড়ে আছে কাল সে মানুষটি তোমার সাথে নাও থাকতে পারে।
তাই, কারো উপর নিজের সমস্তটা নির্ভর করা নেহাতই বোকামি ছাড়া আর কিছুই না।
- চলে যাওয়া বলে কিছু নেই সবই ফিরে ফিরে আসা।
- জীবন গড়া ভীষণ কঠিন পদ্ম পাতার জলে ভাসা।
- তোমার স্বপ্ন ঘেরা চোখ আমার সুখের অসুখ।
- আমি আজও শুধু চাই তোমার ভালো হোক।
- আমি আজও শুধু চাই তোমার ভালো হোক।
It doesn't take much effort to make a loved one happy... Just a little honest love can make the sky as happy... Sometimes even with an ocean of love, it becomes difficult to put a smile on the face of a loved one... and sometimes a dot. Even with love, you can enjoy a smile equal to the sky...
Never leave your well-being to others.
Never leave your well-being to others. Always know how to take care of yourself. It is ridiculous to think that someone will always treat you well with everything!
Just because someone is taking care of you today doesn't mean they will take care of you in the future.
People change with time, people's tastes change, people's minds change. Just because he's looking out for your good and bad today doesn't mean he'll look out for you tomorrow too.
You will lose the rhythm of life in the absence of the one on whom your well-being depends.
If the person suddenly stops looking, you will disappear. Without him it will be difficult to find your existence.
Being yourself is more important than anything else. So that you don't feel lonely when someone passes away. At the end of the day, there will be no one but you! The person who is in your life today may not be with you tomorrow.
Therefore, it is nothing but foolishness to depend on someone completely.
- There is no such thing as going away, everything comes back.
- Life is very difficult floating in lotus water.
- Your dreamy eyes are my happiness sickness.
- I still just want you to be well.
- I still wish you well today.
Hi Everyone
ReplyDeleteHi...
ReplyDelete